চট্টগ্রামে নাম করা এক প্লেটফর্ম- সামিন'স বাংলা । বিস্তারিত জানতে দেখুন -----
চট্টগ্রামে নাম করা এক প্লেটফর্ম- সামিন'স বাংলা
ইতিহাসঃ এইচএসএসি শেষ হয়ে যাওয়ার পরেই , ওয়ান আওয়ার ক্লাস প্রতিষ্ঠান গঠিত হয়। " ওয়ান আওয়ার ক্লাসের প্রতিষ্ঠাতা ইনি ' নাঈমুল ইসলাম '। বর্তমানে নাঈমুল ইসলাম , তিনি একটি প্রতিষ্ঠানের মালিক। পাশাপাশি তিনি সামিন'স বাংলা নামক আরো একটি প্রতিষ্ঠান গঠন করে। তার সামিন'স বাংলা পরিচিত না হলেও, ওয়ান আওয়ার ক্লাস থেকে জানা যায় , এই প্রতিষ্ঠানটির নাম।
সামিন'স বাংলার কোর্সের সুবিধাঃ সামিন'স বাংলা কোর্সে যারা ভর্তি হবে তাদের কে শুধু মাত্র বাংলা পড়ানো হবে। কোর্সের সুবিধা নিম্নে দেওয়া হলঃ
১। এই কোর্সে এমনভাবে পড়ানো হবে , যেন তুমি ৫০ প্লাস মার্ক পাও।
২। বেশিভাগ ছাত্র ছাত্রীরা এই বিষয়ে খারাপ করে। তাই তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে পড়ানো হয়।
৩। রুটিনমাফিক পড়ানো হয়।
৪। লেকচার শীট এ সাজেশন সহ যুক্ত থাকবে, যাতে আলাদাভাবে কোনো কিছু পড়া না লাগে।
৫। এই কোর্সের মেয়াদ, ফাইনাল এক্সাম আগ পর্যন্ত।
৬। যতটুকু প্রয়োজন, তত টুকু আয়োজন করা হবে।
৭। বাংলার প্রতিটা টপিক , লেকচার শীটের সাথে সংযুক্ত হয়ে ধাপে ধাপে পড়ানো হবে।
৮। বাংলা বিষয় এমনভাবে পড়ানো হবে, যেন দুর্বল স্টুডেন্টরা তেত্রিশ নয় বরং পঞ্চাশ এর উপর তুলতে পারে।
৯। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় , দুর্বল ও অমেধাবী ছাত্র ছাত্রীদের কে।
১০। সর্বশেষ , সামিন'স বাংলার কাছে পড়লে, বাসায় গিয়ে পড়া লাগবে নাহ।
Post a Comment