Header Ads

HSC ICT MCQ – Chapter 4 (৪র্থ অধ্যায় PDF)

  



১. URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক. ইন্টারনেট
খ. ডোমেইন নেম
গ. ইয়াহু
ঘ. ফেসবুক

২. URL এর তৃতীয় অংশের নাম কী?
ক. প্রোটোকল
খ. পাথ
গ. প্যারামিটার
ঘ. হোস্টনেম

৩. কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কমপিউটারে রাখা হয় তাকে কী বলা হয়?
ক. হোম কম্পিউটার
খ. মাদার কম্পিউটার
গ. হাউজ কম্পিউটার
ঘ. হোস্ট কম্পিউটার

৪. কোনটি ওয়েব ব্রাউজার?
ক. গুগল
খ. ইয়াহু
গ. মজিলা
ঘ. বিং

৫. কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কী?
ক. হোমপেজ
খ. ওয়েব সার্ভার
গ. হোস্টার
ঘ. মাদার কমপিউটার

৬. এইচটিএমএল হলো
ক. ওয়েব ব্রাউজার
খ. মার্কআপ ল্যাংগুয়েজ
গ. মেশিন ল্যাংগুয়েজ
ঘ. ওয়েবপেজ তৈরির টুলস

৭. HTML এ লিংক সিনটেক্স হলো
ক. a hot reference
খ. a hyperlink replace
গ. a hypertext reference
ঘ. a home reference

৮. HTTP এর পূর্ণরূপ কী?
ক. Higher Text Transfer Protocol
খ. Hyper Text Transfer Protocol
গ. Hyper Text Transfer Protocol
ঘ. Hyper Transfer Text Protocol

৯. ওয়েবপেজ ডিজাইন কোনটি?
ক. ওয়েবসার্ভারে তথ্য রাখা
খ. HTML ডকুমেন্ট তৈরি
গ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক
ঘ. ডোমেইন রেজিস্ট্রেশন

১০. http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?
ক. প্রোটোকল
খ. ডোমেইন নেম
গ. ফাইল প্রকৃতি
ঘ. ডোমেইন প্রকৃতি

১১. ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামো কী?
ক. হোমপেজ নির্ভর ওয়েবসাইট
খ. প্রতি পেজের সাথে লিংক
গ. ওয়েবভিত্তিক  যোগাযোগ
ঘ. দুটি পেজের মধ্যে লিংক

১২. ওয়েবপেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
ক. PYTHON
খ. HTMl
গ. COBCt
ঘ. FORTRAN

১৩. এইচটিএমএল এ <p> ও </p> ট্যাগ ব্যবহার করা হয়
ক. প্যারাগ্রাফ তৈরির জন্য
খ. নতুন পেজ তৈরির জন্য
গ. লেখা বোল্ড করার জন্য
ঘ. প্রোগ্রাম শুরু করার জন্য

১৪. এইচটিএমএল এ <b> ও </b> ট্যাগ ব্যবহার করা হয়
ক. প্যারাগ্রাফ তৈরির জন্য
খ. নতুন পেজ তৈরির জন্য
গ. লেখা বোল্ড করার জন্য
ঘ. কোনটি নয়

১৫. ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয়
ক. nt
খ. net
গ. Inet
ঘ. Int

১৬. দু’টি ওয়েবপেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কী ব্যবহার করতে হয়?
ক. হাইপার লিঙ্ক
খ. এলিমেন্ট
গ. সার্চ ইঞ্জিন
ঘ. ব্রাউজার

১৭. প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কী বলে?
ক. ফটোশপ
খ. ডোমেইন
গ. HTML
ঘ. সাইট ডিজাইন

১৮. একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় কী বলে?
ক. Connection
খ. Hyperlink
গ. Link
ঘ. Addition

১৯. ISP এর পূর্ণ নাম কী?
ক. Internet Super Power
খ. Internet Server Provider
গ. Internet Server Programme
ঘ. Internet Service Provide

২০. ওয়েবপেজের এড্রেসকে কী বলে?
ক. URL
খ. HTTP
গ. HTML
ঘ. WWW

২১. HTML এর বৈশিষ্ট্য হলো
ক. এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি
খ. নিরাপত্তা ব্যবস্থা উন্নত
গ. HTML নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে
ঘ. কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয়

২২. যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না তাকে বলে
ক. অ্যাট্রিবিউট
খ. হেড
গ. এম্পটি
ঘ. কনটেইনার

২৩. হাসিব অনেক সময় নিয়ে একটি মাদ্রাসার ওয়েবসাইট তৈরি করলেন। ওয়েবসাইটটিতে মাদ্রাসার যাবতীয় তথ্য বিন্যস্ত করে ছবির জন্য ‘নতুন এ্যালবাম’ নামে একটি পেজ বানালেন। হাসিবের কাজকে কী বলা হয়?
ক. ওয়েব ডিজাইনিং
খ. ওয়েব হোস্টিং
গ. ওয়েব লিংকিং
ঘ. ওয়েব পাবলিশিং

DOWNLOAD MCQ    ডাউনলোড সৃজনশীল

No comments

Powered by Blogger.