Header Ads

তিন বন্ধু মিলে প্রতিষ্ঠিত করল নতুন প্লেটফর্ম।

 


প্রতিষ্ঠানের পরিচয়ঃ এইচএসএসি পড়ুয়াকালীন এক বন্ধু চিন্তা করল যে, সে অনলাইনে ক্লাস করাবে। কিছুদিন করার পর তার ফাইনাল এক্সাম। তাই সে আপাততো সবকিছু অফ রাখলো। এক্সাম শেষ হবার পরে সে এডমিশন এর জন্য প্রিপারেশন নেয়। তার পাশাপাশি সে, আবারো অনলাইনে ক্লাস নেয়। কয়েকদিন পর সে ভাবলো তার এই প্রতিষ্ঠানে তার কাওকে প্রয়োজন। তাই সে তার দুই বন্ধুকে এই জিনিসের সর্ম্পকে কিছু কথা বলে। তারাও রাজি হয়ে যায়। পরর্বতীতে তারা সবাই মিলে চলমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নাম রাখে " ওয়ান আওয়ার ক্লাস"। এর পরে তারা ভাবে তাদের কোনো পরমার্শ প্রয়োজন। তাই তারা তাদের কাছের স্যারের কাছে গিয়ে পরমার্শ নেয়। সাথে তাদের স্যার ও তাদের কে সহযোগিতা করে। তার স্যারের নিজস্ব অফলাইন প্লেটফর্ম আছে। ইতিমধ্যে , অনেকে বলছে 10 Miniute School কে মডিফাই করে রাখা হয়েছে। কিন্তু তা ভুল ধারণা। 1 Hour Class পুরাটা একদম ভিন্ন ধর্মীয়।10 minute school এর একজন প্রতিষ্ঠাতা কিন্তু 1 hour class এর প্রতিষ্ঠাতা তিনজন। আর সে সাথে বলা হয়েছে 10 miniute school এর সাথে তাদের কোনো প্রকার সর্ম্পক নেই। এইভাবে দেখতে দেখতে বাংলাদেশে অন্যান্য প্লেটফর্ম পিছিয়ে , বর্তমানে 1 hour class শীর্ষ পর্যায়। তাদের নিজস্ব সার্টিফিকেট আছে। সে সাথে আছে বড় বড় পুরুস্কার। অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো পেইড করে সব কিছু চলে কিন্তু এই প্রতিষ্ঠানে সব কিছু ফ্রি। তারা কোনো প্রকার পেইড ভাবে ক্লাস করায় নাহ। বিশেষ করে তারা , দুর্বল ছাত্রছাত্রীদের কে বেশি প্রাধান্য দেয়। যা ফলে, তাদের কোনো দুর্নাম নেই,বললে চলে। 

No comments

Powered by Blogger.