অপরিচিতা গল্প থেকে ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন।
অপরিচিতা গল্প থেকে ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন (উত্তরসহ):-
১। গল্পকথক এর নাম কি?
- অনুপম।
২। গল্পকথক এর বর্তমান বয়স কত?
- 2৭ বছর।
৩। অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত বছর ?
-আট বছর ।
৪। অনুপমের পিসতুতো ভাই ও বন্ধুর নাম কি?
-বিনু ও হরিশ।
৫। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ও আসল অভিভাবক কে?
-অনুপমের মামা।
৬। পন্ডিতমশাইরা অনুপমকে কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা করে বিদ্রুপ করতেন?
- সুন্দর চেহারা। শিমুল ফুল ও মাকাল ফল এর সাথে।
৭। অনুপমের মামা কলকাতার বাহিরের পৃথিবীটাকে কি বলে জানেন?
-আন্দামান দ্বীপের অন্তর্গত।
৮। কন্যাকে আশীর্বাদ করার জন্য এবং অত্যন্ত আঁটো ভাষার ব্যক্তিটির নাম কি?
-বিনু।
৯। হরিশ কোথায় কাজ করে এবং ছুটিতে কোথায় এসেছে?
- কানপুর। কলকাতায়।
১০। সর্বত্রই কার খাতির?
- হরিশ।
১১। অনুপমের মামার মতে কাদের তেজ থাকাটা দোষের?
- বেহাই সম্প্রদায়ের।
১২। বিয়ে ভাঙ্গার পর কল্যাণী কি গ্রহণ করেছে?
- কল্যাণী নারীশিক্ষার ব্রত গ্রহণ করেছে।
১৩। অবকাশের মরুভূমির মধ্যে অনুপম কি দেখেছিল?
- নারীর রূপের মরীচিকা।
১৪। শম্ভুনাথ এর বন্ধু এবং গল্পকথক এর বাবা পেশায় কি ছিলেন?
- উকিল।
১৫। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হয়েছিল?
- কলকাতায়।
১৬। অনুপমের মামা কোন দাবিতে নালিশ করবেন?
- বিবাহের চুক্তি ভঙ্গ মানহানির দাবিতে।
১৭। অপরিচিতা গল্পটি কোন জবানিতে লেখা?
- উত্তম পুরুষের।
১৮। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?
- ডাক্তার।
১৯। কে ভ্রমণে বের হয়েছেন?
- কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব।
২০। অসম্ভব ধুম করে কি সম্পন্ন হল?
- গায়ে হলুদ।
২১। অপরিচিতা কি ধরনের রচনা?
- ছোট গল্প।
২২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ ছোট গল্পের নাম কি?
- ভিখারিনী ও মুসলমানীর গল্প।
২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু তারিখ বাংলা ও ইংরেজি তে কত?
- জন্ম ৭ ই মে,১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫ এ বৈশাখ,১২৬৮ বঙ্গাব্দ।)
- মৃত্যু ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ ( ২২ শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ।)
২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে?
- যখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করছিলেন।
২৫। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছোটগল্প রচনা করেন?
- ১৬।
২৬। রসন চৌকি কোন তিনটি বাদ্যযন্ত্রের সৃষ্ট?
- শানাই ঢোল ও কাঁসি।
২৭। ধুয়া কি?
- গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে ।
২৮। পঞ্চশর বলতে কী বোঝানো হয়েছে?
- মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বান।
২৯৷ বিয়ের দেবতা কে?
-প্রজাপতি।
৩০৷ স্বয়ংবরা বলতে কি বুঝানো হয়েছে?
- যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।
১। গল্পকথক এর নাম কি?
- অনুপম।
২। গল্পকথক এর বর্তমান বয়স কত?
- 2৭ বছর।
৩। অনুপম ও কল্যাণীর বয়সের ব্যবধান কত বছর ?
-আট বছর ।
৪। অনুপমের পিসতুতো ভাই ও বন্ধুর নাম কি?
-বিনু ও হরিশ।
৫। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ও আসল অভিভাবক কে?
-অনুপমের মামা।
৬। পন্ডিতমশাইরা অনুপমকে কি নিয়ে এবং কিসের সঙ্গে তুলনা করে বিদ্রুপ করতেন?
- সুন্দর চেহারা। শিমুল ফুল ও মাকাল ফল এর সাথে।
৭। অনুপমের মামা কলকাতার বাহিরের পৃথিবীটাকে কি বলে জানেন?
-আন্দামান দ্বীপের অন্তর্গত।
৮। কন্যাকে আশীর্বাদ করার জন্য এবং অত্যন্ত আঁটো ভাষার ব্যক্তিটির নাম কি?
-বিনু।
৯। হরিশ কোথায় কাজ করে এবং ছুটিতে কোথায় এসেছে?
- কানপুর। কলকাতায়।
১০। সর্বত্রই কার খাতির?
- হরিশ।
১১। অনুপমের মামার মতে কাদের তেজ থাকাটা দোষের?
- বেহাই সম্প্রদায়ের।
১২। বিয়ে ভাঙ্গার পর কল্যাণী কি গ্রহণ করেছে?
- কল্যাণী নারীশিক্ষার ব্রত গ্রহণ করেছে।
১৩। অবকাশের মরুভূমির মধ্যে অনুপম কি দেখেছিল?
- নারীর রূপের মরীচিকা।
১৪। শম্ভুনাথ এর বন্ধু এবং গল্পকথক এর বাবা পেশায় কি ছিলেন?
- উকিল।
১৫। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হয়েছিল?
- কলকাতায়।
১৬। অনুপমের মামা কোন দাবিতে নালিশ করবেন?
- বিবাহের চুক্তি ভঙ্গ মানহানির দাবিতে।
১৭। অপরিচিতা গল্পটি কোন জবানিতে লেখা?
- উত্তম পুরুষের।
১৮। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?
- ডাক্তার।
১৯। কে ভ্রমণে বের হয়েছেন?
- কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব।
২০। অসম্ভব ধুম করে কি সম্পন্ন হল?
- গায়ে হলুদ।
২১। অপরিচিতা কি ধরনের রচনা?
- ছোট গল্প।
২২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ও শেষ ছোট গল্পের নাম কি?
- ভিখারিনী ও মুসলমানীর গল্প।
২৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু তারিখ বাংলা ও ইংরেজি তে কত?
- জন্ম ৭ ই মে,১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫ এ বৈশাখ,১২৬৮ বঙ্গাব্দ।)
- মৃত্যু ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ ( ২২ শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ।)
২৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে?
- যখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করছিলেন।
২৫। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছোটগল্প রচনা করেন?
- ১৬।
২৬। রসন চৌকি কোন তিনটি বাদ্যযন্ত্রের সৃষ্ট?
- শানাই ঢোল ও কাঁসি।
২৭। ধুয়া কি?
- গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে ।
২৮। পঞ্চশর বলতে কী বোঝানো হয়েছে?
- মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বান।
২৯৷ বিয়ের দেবতা কে?
-প্রজাপতি।
৩০৷ স্বয়ংবরা বলতে কি বুঝানো হয়েছে?
- যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।
Post a Comment